শুরু হচ্ছে সেলিম আল দীন জন্মোৎসব
তাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী নাটকের অন্যতম প্রাণ পুরুষ। তিনি সম্মানিত নাট্যাচার্য হিসেবেও। বলছি প্রয়াত নাট্যজন সেলিম আল দীনের কথা। ১৮ আগস্ট, মঙ্গলবার এই মেধাবী নাট্যকারের ৬৬ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করছে চারদিনব্যাপি সেলিম আল দীন জন্মোৎসব।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মারক বক্তৃতা, পদক প্রদান ও নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে সেলিম আল দীনকে স্মরণ করবে নাট্য সংগঠনটি।
শুরুতেই সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জন্মোৎসব শুরু হবে।
এরপর বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘পুতুল তোমার জনম কীরূপ’। ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একই স্থানে মঞ্চস্থ হবে নাটক ‘স্বর্ণবোয়াল’।
২১ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে সেলিম আল দীন স্মারক বক্তৃতা। বক্তৃতার বিষয় ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও শিল্পসৃজন বিষয়ক অপরাপর মতবাদ’।
একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন পদক ১৪২২ প্রদান করা হবে। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘নিমজ্জন’। স্মারক বক্তৃতা ও পদকপ্রদান অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত হলেও নাটকগুলো দেখতে হবে দর্শনীর বিনিময়ে।
অন্যদিকে নাট্যাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে দেশের স্বনামধন্য নাট্যদল ‘স্বপ্নদল’ও আয়োজন করেছে ‘সেলিম আল দীন জন্মোৎসব’। মঙ্গলবার থেকে জাতীয় নাট্যশালায় শুরু হবে দুই দিনব্যাপি এই উৎসব।
নাট্যাচার্যের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এ উৎসবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা ও ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।
উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন এস এম মহসীন, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান, নাট্যজন বাবুল বিশ্বাস, মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল মূকাভিনয়জন রিজোয়ান রাজন প্রমুখ।
এই উৎসবে দুটি নাটকও মঞ্চস্থ করবে স্বপ্নদল। তারমধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’।
উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
এলএ/পিআর