বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশ
প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসছে নভেম্বরে বিপিএলের তৃতীয় আসর শুরু হবে। মঙ্গলবার রাজধানীর একমি ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিপিএলের ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহী ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক।
১০টি প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো, স্পুরে, সোহানা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিস, ইনডেক্স গ্রুপ, আক্সিয়াম টেকনোলজি, বিবিসি ক্যাবলস, বেঙ্গল কমিউনিকেশন্স, ডিবিএল, ব্লুস কমিউনিকেশন ও নেট ওয়ার্ল্ড বিডি লিমিটেড।
এবার যাচাই-বাছাই করে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ৭টি দলের মালিকানা সংক্রান্ত বিষয়টি আলোচিত হবে। প্রথম আসরে মোট ৬টি দল থাকলেও ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে দলের সংখ্যা ছিল ৭টি। এবারের আসরেও এই ৭ দলই থাকছে।
তবে এবারে নতুন মালিকানায় খেলবে তারা। কারণ, পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন মালিকের খোঁজে নেমেছিল বিসিবি। গত ২৮ জুলাই জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন দিয়ে দরপত্রও আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ আগস্ট সোমবার।
এমআর