অস্ত্র বিরতির প্রতিবাদে পদত্যাগ করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে অস্ত্র বিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান। গতকাল মঙ্গলবার মিসরের মধ্যস্ততায় হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগ করার পর প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান বলেন, ‘অনেক মতবিরোধ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের একজন বিশ্বস্ত সদস্য হিসেবে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার এ চেষ্টা ব্যর্থ হলো।’

গত ১১ নভেম্বর ইসরায়েল অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় আটজন নিহত হয়েছেন। এ হামলায় হামাসের শীর্ষ স্থানীয় এ কমান্ডারসহ বেশ সংগঠনটির বেশ কিছু নেতা নিহত হয়।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।