ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী মারা গেছেন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৮ আগস্ট ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বেশ কিছুদিন ধরে শুভ্রা মুখার্জি শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে ৭ আগস্ট তাকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, ফার্স্ট লেডি মিসেস শুভ্রা মুখার্জি আজ (মঙ্গলবার) সকাল ১০ টা ৫১ মিনিটে মারা গেছেন।

১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জি। ১৯৫৭ সালের ১৩ জুলাই ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বিয়ে করেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।