অবশেষে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৮ আগস্ট ২০১৫

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনা দলের হয়ে আর খেলছেন না মেসি। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মেসিকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল মার্টিনোকে যাতে পরের দু’টি ম্যাচে খেলানো হয় এজন্য মেসি নিজেই তাকে দলে রাখতে না করেছিলেন। মেসি চেয়েছিলেন জাতীয় দলের জার্সি গায়ে আপাতত আর মাঠে না নামতে। কিন্তু শেষ পর্যন্ত মেসিকে দলে রেখেই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ।

বিশ্ব মিডিয়ায় তুমুল আলোচনা হয়েছিল আর্জেন্টিনার হয়ে অবসর নিতে যাচ্ছেন লিওনেল মেসি। তার দলে থাকায় হাঁফ ছেড়ে বেঁচেছেন মেসি ভক্তরা। বিশ্বকাপ এবং কোপা আমেরিকা দুটি ইভেন্টের ফাইনালে পরাজয়ের পর সমর্থকদের তোপে পরেন এমএলটেন। বার্সেলোনার হয়ে নিয়মিত পারফর্ম করা মেসিকে জাতীয় দলে চেনা যায় না এমন অভিযোগ অনেক পুরোনো।

আগামী সেপ্টেম্বরে মেসির নেতৃত্বে বলিভিয়া এবং মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।  

আর্জেন্টিনা দল :
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান।

ডিফেন্ডার: অগাস্টিন মারচেশিন, পাবলো জাবালেতা, ফাকুন্দো রঞ্চাগলিয়া, এজেকুয়েল গ্যারেই, নিকোলাস ওতামেন্দি, মার্কোস রোহো, মিল্টন ক্যাসকো এবং মার্টিন ডেমেকেলিস।

মিডফিল্ডার: ফুনেস মরি, হাভিয়ের মাশচেরানো, এভার বনেগা, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এরিক লামেলা, রবার্তো প্যারেইরা, ফার্নান্দো গ্যাগো এবং এঞ্জেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েন এবং অ্যাজেকুয়েল লাভেজ্জি।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।