রাস্তায় থুথু-পানের পিক ফেললে পরিষ্কার করতে হবে নিজেকেই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

ভারতের পুনেতে রাস্তায় পানের পিক কিংবা থুথু ফেলা নিষিদ্ধ হয়েছে। এই আদেশ কেউ অমান্য করলে তাকে দিয়েই তা পরিষ্কার করানো হবে, সেই সঙ্গে দিতে হবে জরিমানাও -এমনটাই জানিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এম্বেলা জানিয়েছে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুনেতে কয়েক দিন আগে এই নতুন নিয়ম চালু হয়েছে। এর আগে ইয়েরাওয়াড়া, বিবওয়েওয়ারি, কসবা, ঘোলে ও আউন্ধ শহরে এই নিয়ম চালু হয়।

পুনের এক পৌর কর্মকর্তা জানান, ইতোমধ্যে রাস্তায় থুথু ফেলার অভিযোগে ১৫৬ জনকে হাতেনাতে ধরে তাদের দিয়েই তা পরিষ্কার করানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ১৫০ রুপি জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, সবার সামনে প্রকাশ্যে রাস্তায় থুথু পরিষ্কার করার লজ্জা এড়াতে লোকজন এই বদভ্যাস ছাড়বেন এমন ভাবনা থেকেই এই নির্দেশিকা জারি করেছে পুনের পৌর কর্তৃপক্ষ।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।