আমিরাতে গাড়ির একটি নম্বর প্লেটের দাম সাড়ে ১১ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে পাঁচ মিলিয়ন দিরহামে। বাংলাদেশি টাকায় যার হিসেবে দাঁড়ায় ১১ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৩৭৭ টাকা। গতকাল শারজায় এক নিলামে নম্বর প্লেটটি বিক্রি হয়েছে বলে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার শারজার আল জাওহার রিসিপশন ও কনভেনশন সেন্টারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নিলামে এসএইচজে-৭ নামের বিশেষ এই নাম্বার প্লেটটি বিক্রি হয়। তবে কি বিশেষত্ব এই নম্বর প্লেটের তা জানা যায়নি।

এছাড়াও ওই নিলামে এসএইচজে-২০ নামের একটি নম্বর প্লেট ১ দশমিক ৯ মিলিয়ন ও ১ দশমিক ৮ মিলিয়ন দিরহামে এসএইচজে-১৪ নামের একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে। এছাড়াও এসএইচজে-৫৫ ও এসএইচজে-৬৯ নামের আরও দুটি নম্বর প্লেট যথাক্রমে ১ দশমিক ৫ মিলিয়ন এবং ১ দশমিক ২৫ মিলিয়ন দিরহামে বিক্রি হয়েছে।

এর আগে দুবাইভিত্তিক ভারতীয় ব্যবসায়ী বালিন্দর সাহনি ডি-৫ নামের একটি নম্বর প্লেট কেনেন ৩৩ মিলিয়ন দিরহামে। সংযুক্ত আরব আমিরাতে এটাকেই সর্বোচ্চ দামে গাড়ির কোনো নাম্বার প্লেট বিক্রির রেকর্ড হিসেবে ধরা হয়।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।