বৃহস্পতিবার আঘাত হানতে পারে ‘গাজা’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গাজা’ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারের মধ্যে রয়েছে, যা বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভূখণ্ডে আঘাত হানতে পারে।

শুধু তামিলনাড়ু নয়, প্রতিবেশী পুদুচেরিতেও আছড়ে পড়তে পারে ‘গাজা’। তবে ঘূর্ণিঝড় ‘গাজা’র পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে প্রশাসন। কলকাতা২৪-এর এক খবরে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় ৩০ হাজার ৫শ’ জনের উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস বলছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ‘গাজা’। আজ বুধবার থেকে বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় পর্যটক থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘গাজা’র কারণে তামিলনাড়ু ও কেরল সরকারকে সতর্ক করে হয়েছে। বলা হয়েছে, সাইক্লোনের সময় বাঁধগুলোর দিকে বিশেষ নজরে রাখতে হবে। একই সঙ্গে তামিলনাড়ু উপকূলে জারি করা হয়েছে হাই এলার্ট।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।