জঙ্গলে হুডখোলা গাড়ি, পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাঘ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ নভেম্বর ২০১৮

জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন দুই পর্যটক। সেখানে সাফারির জন্য যে হুডখোলা গাড়ি ব্যবহার করা হয়, সে রকমই একটি গাড়িতে করে ঘুরতে ঘুরতে নিবিড় ঘন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিলেন তারা।

কিন্তু জঙ্গলের ‘ভয়ঙ্কর সুন্দর’ রূপটা টের পেতেও বেশি সময় লাগেনি তাদের। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে বিশালাকায় একটা বাঘ। গাড়ির পিছনে তাড়া শুরু করে দেয় বাঘটি। বিপদের আঁচ পেয়ে চালক দ্রুত গতিতে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি ছোটান।

এই বিপদের মধ্যেও পর্যটকদের কেউ একজন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ১৯ সেকেন্ডের সেই ভিডিওটি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্রের তাডোবা জাতীয় উদ্যানে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।