লিভারপুলের দ্বিতীয় জয়


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৮ আগস্ট ২০১৫

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লিভালপুল। ঘরের মাঠে এএফসি বোর্নমাউথকে ১-০ গোলে হারায় অলরেডসরা।
 
অ্যানফিল্ডে সোমবার রাতে শুরুতেই পিছিয়ে পরতে পারতো লিভারপুল। চার মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে টমি এলফিকের হেড লিভারপুলের জালে জড়ায়। কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজালে সে যাত্রায় রক্ষা পায় ব্রেন্ডন রজার্সের দলটি।

২৬ তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি পায় লিভারপুল। জর্ডান হেন্ডারসন সতীর্থর সাথে বল দেয়া নেয়া করে বারে শট নেন। আর তা থেকে বল পেয়ে আলতো টোকায় বল জালে প্রবেশ করান বেনটেকে।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো লিভারপুল। কৌতিনহোর লক্ষ্যভ্রষ্ট শটে বল জালের ঠিকানা পায়নি। ৫৯ মিনিটে আবারো ভাগ্যের ছোঁয়ায় বেঁচে যায় লিভারপুল। মেট রিচির দুর্দান্ত শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

তবে ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল অলরেডসরা। বেনটেকের শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও পারেনি ক্রসবারকে পরাস্ত করতে। ক্রসবারে বাধা পেলে ১-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রেন্ডন রজার্সের দলকে।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।