এবার অমিত শাহর নাম বদলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০১৮

ভারতজুড়ে নাম পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজ্য, শহর কিংবা গ্রামের পরিচিত নাম পরিবর্তন করা হচ্ছে। যদিও কথায় আছে, নিজের বাড়ি থেকে সব কিছুর শুরু করা উচিত। সেই কথাই বিজেপিকে স্মরণ করিয়ে দিলেন দেশটির প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব।

তিনি বলেছেন, দলের সভাপতি অমিত শাহর নাম সবার আগে পরিবর্তন করা হোক। কারণ ‘শাহ’ শব্দটি গুজরাটি নয়, এটি পার্সি শব্দ। সেক্ষেত্রে আগে নিজের দলের লোকের নাম বদল করুক বিজেপি, তারপর না হয় দেশ জুড়ে নাম বদল করবে।

আলীগড় বিশ্ববিদ্যালয়ের ৮৭ বছর বয়সী অধ্যাপক ইরফান হাবিব বলেন, ‘এমনকি গুজরাট শব্দটিও পার্সি থেকে এসেছে। আগে এ রাজ্যকে গুরজারাত্রা বলা হতো। এটাও বদল করা দরকার। বিজেপি যে দ্রুত নাম বদল করতে উঠেপড়ে লেগেছে তা আরএসএসের হিন্দুত্ব নীতিকে অনুসরণ করে।

আরও পড়ুন : সৌদির মসনদে বসছেন বাদশাহর ভাই আহমেদ?

ভারতীয় এই ইতিহাসবিদ বলেন, ‘প্রতিবেশী দেশ পাকিস্তানে যেমন ইসলামবিরোধী সবকিছু মুছে ফেলা হয়, তেমনি এ দেশেও একই রীতি চালু হয়েছে। ইসলামিক সব নাম বদলে ফেলতে চাইছে বিজেপি সরকার।’ গেরুয়াকরণের রাজনীতিতে ‘নাম বদলের’ সূত্রপাত শুরু হয় যোগী আদিত্যনাথের হাত ধরেই। এরপরই একে একে অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো যোগীর পথে হাঁটছে।

যার জেরে মোদির সরকারকে তীব্র সমালোচনা মুখে পড়তে হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতে মুসলিম নামের জায়গা বেছে নিচ্ছে বিজেপি। এমনকি সমাজের একাংশ মনে করছে, নাম পরিবর্তন করে ইতিহাস পাল্টে ফেলা যায় না। এই সিদ্ধান্ত ভীষণভাবে রাজনৈতিক।

ইতিহাসবিদ ইরফান হাবিবের রাগের কারণ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক জগন প্রাসাদ গর্গের একটি চিঠিকে ঘিরে। যেখানে বিধায়ক যোগী আদিত্যনাথের কাছে দাবি জানিয়েছেন, আগ্রা শহরের নাম পরিবর্তন করে ‘অগ্রবন’ রাখা হোক। কারণ আগ্রা শহরটি রাজা অগ্রসেনের অনুগামী আগরওয়ালদের বাসভূমি।

আরও পড়ুন : রাস্তা কাঁপাতে তিন চাকার দুর্দান্ত বাইক আনলো ইয়ামাহা

বিধায়ক বলেন, ‘আগ্রা শব্দের কোনো অর্থ হয় না। ৫ হাজার বছর আগে যমুনা নদীর তীরে এই এলাকাটি জঙ্গল ছিল এবং মানুষ এই জঙ্গলকে অগ্রবন হিসাবেই জানতেন। অগ্রবনের উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এরপর মুঘল যুগে অগ্রবনের নাম হয় আকবরাবাদ।’

বিধায়ক জগন প্রসাদের এই দাবিতে আপত্তি জানিয়েছেন ইরফান হাবিব। তার মতে, মহারাজ অগ্রসেনের গল্প পুরোটাই কথিত। কোনো সত্যটা নেই এর মধ্যে। আগরওয়াল সম্প্রদায়ের শিকড় হরিয়ানার আগ্রোহায়। তাই আগ্রা নামের পরিবর্তনে দু’টি যুক্তি খাটে না। আজকাল।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।