বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ নভেম্বর ২০১৮

বিশ্বের বসবাসযোগ্য নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় দ্বিতীয় স্থানে আসতে তারা পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো বিশ্বের উন্নত সব দেশকে। যুক্তরাজ্য ভিত্তিক ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘হুইস’ এর সম্প্রতি প্রকাশিত এক তালিকায় এ তথ্য উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপদ দেশের তালিকায় আমিরাতের ওপরে শুধু ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। কিন্তু ম্যাগাজিনটির প্রতিবেদনে আমিরাত ও আইসল্যান্ড দুই দেশকেই সমান ৬ দশমিক ৬ পয়েন্ট দেয়া হয়েছে।

ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘হুইস’ এর প্রকাশিত তালিকায় মোট ২০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। মূলত ওয়ার্ল্ড ইকোনোমিক ফান্ড, ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট, ফরেন এন্ড কমনওয়েলথ অফিসসহ (এফসিও) আন্তর্জাতিক বেশ কিছু প্রতিষ্ঠানের অপরাধ, প্রাকৃতিক দুর্যোগের মাত্রা, স্বাস্থ্য ও অন্যান্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক জরিপের ওপর ভিত্তি করেই এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।