ক্যাম্পাসে বসেই টানা যাবে গাঁজা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ এএম, ১২ নভেম্বর ২০১৮
দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া

গাঁজায় টান মারতে এখন আর লুকোচুরি করতে হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেই টানা যাবে গাঁজা। সম্প্রতি গাঁজা সেবনকে বৈধতা দিয়েছে কানাডা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ‘দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া’ (ইউবিসি) ক্যাম্পাসে গাঁজা টানায় ছাড় দিল।

শুধু এখানেই শেষ নয়, কানাডার মোট ২৬০ বিশ্ববিদ্যালয় ও কলেজের মধ্যে ৬৫টি ইতোমধ্যেই গাঁজা সেবনে ছাড় দেয়ার কথা ভাবছে দেশটি। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউবিসি-ই প্রথম সিদ্ধান্ত নিল।

ইউনিভার্সিটির ভ্যানকোউভার ও ওকানাগান ক্যাম্পাসে ইতোমধ্যেই ধূমপানের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতদিন যে নিয়ম চালু ছিল তাতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো বটেই আশপাশের এলাকাতেও ধূমপান নিষিদ্ধ ছিল। স্বাস্থ্য রক্ষার কারণেই বিশ্ববিদ্যালয় থেকে আট মিটার দূরত্বের মধ্যে নিষিদ্ধ ছিল ধূমপান। এখন সেইসব নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসছে দ্য কানাডিয়ান ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া। সূত্র: এবেলা

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।