ভারতকে মুসলিমরাই বেশি দিয়েছে : যোগীর মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০১৮

ভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলমান শাসকদের অবদানই বেশি বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার এক সদস্য।

আলোচিত ওই মন্ত্রীর নাম ওমপ্রকাশ রাজবর। তিনি প্রদেশের অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিকলাঙ্গ মানুষদের উন্নয়নমন্ত্রী। সম্প্রতি যোগীর বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য তার ওপর চটেছেন এই মন্ত্রী।

গত এক সপ্তাহ ধরেই বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাজবরের। বিজেপির বিরুদ্ধে উন্নয়ন ভুলে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি।

মন্ত্রী রাজবর বলেছেন, মুসলিমরা আমাদের দেশে যা দিয়েছে তা অন্য কেউ দেয়নি।

মুঘল আমলের স্মৃতি মুছে ফেলার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কি জিটি রোড ছুঁড়ে ফেলে দেব? লালকেল্লা কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে?

তিনি বলেছেন, অনগ্রসর এবং পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদল করছে বিজেপি। একমাত্র এই উপায়েই মানুষকে মূল সমস্যা থেকে ভুলিয়ে রাখা যায়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।