বিচার বিভাগকে জনস্বার্থে কাজ করতে হবে
বিশিষ্ট আইনজীবী ও সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই বিচার বিভাগকে উদার মনোভাব নিয়ে জনস্বার্থে কাজ করতে হবে।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে ঐক্য গড়ে তোলতে হবে। বিচার বিভাগ হলো সংবিধানের একটি মৌলিক স্তম্ভ। তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
সোমবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে `আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা` শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, বিভিন্নভাবে আইন তৈরি করা যায় কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। সকল অধিকার আদায় ও প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীরা মূল ভূমিকায় দায়িত্ব পালন করে থাকেন। বিশেষ করে সিলেটের আইনজীবীরা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। অসম্ভবকে সম্ভব করার মতো অতীত ঐতিহ্য সিলেটের ইতিহাসে রয়েছে। তাই সিলেট থেকে জোরালোভাবে ঐক্য গড়ে তোলতে হবে।
আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকরাও বিভিন্নভাবে অবদান রাখছেন মন্তব্য করে ড. কামাল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সিলেটের তরুণ সাংবাদিকরা অসাধারণ ভূমিকা পালন করছেন। তারা সত্যকে সত্য বলতে কোন দ্বিধাবোধ করেন না।
জেলা বারের সভাপতি অ্যাডেভোকেট সমিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন আরো বলেন, কোন ব্যক্তি বিচার থেকে বঞ্চিত হওয়া মানে গোটাদেশ বঞ্চিত হওয়া। এই দেশ এতিমের দেশ নয়, বহু ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই দেশ। দেশের জনগণের আস্থা অর্জনে আইনজীবীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। সৎভাবে অগ্রসর হলে নানাভাবে সাহায্য পাওয়া যায়।
জেলা বারের যুগ্ম-সম্পাদক মোস্তফা আল আজহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রবীণ আইনজীবী সুব্রত চৌধুরী ও আইনজীবী একেএম আফ্রিক, আইনজীবী হেলাল উদ্দিন, জেলা বারের সাধারণ সম্পাদক অশোক পুরকায়স্থ প্রমুখ।
ছামির মাহমুদ/এআরএ/এমআরআই