জর্ডানে বৃষ্টি-বন্যায় ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১১ নভেম্বর ২০১৮

জর্ডানে ভারি বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাচীন নগরী পেট্রা এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে সরকারি মুখপাত্র জুমানা ঘুনাইমাত জানান, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এসব পর্যটন এলাকা আকস্মিক বন্যার পর পরই বন্ধ করে দেয়া হয়েছে। তবে রোববার থেকে পুণরায় চালু করা হতে পারে বলে জানিয়েছেন শহরের প্রধান প্রশাসক সুলেইমান ফারাজাত। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, এর আগে কখনই ওই এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখেননি।

শনিবার কেন্দ্রীয় জর্ডানের ওয়ালা জলাধারের কাছে নিখোঁজ হওয়া লোকজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। প্রাথমিক এক বিবৃতিতে জুমানা ঘুনাইমাত জানিয়েছেন, বন্যায় গাড়ি ভেসে যাওয়ায় মাদাবা প্রদেশে দুই নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল থেকেই ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।