সৌদির কাছে অস্ত্র বিক্রির লাইসেন্স স্থগিত করেছে নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১০ নভেম্বর ২০১৮

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য নতুন লাইসেন্স দেয়া স্থগিত করেছে নরওয়ে। তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর নরওয়ে এ সিদ্ধান্ত নিল।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনি এরিকসন সোরিইদি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, চলমান পরিস্থিতিতে আমরা সৌদি আরবের কাছে অস্ত্র কিংবা বহুবিধ ব্যবহারের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির জন্য নতুন লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের সাম্প্রতিক ঘটনাবলী এবং ইয়েমেনের ঘটনা বিস্তারিতভাবে পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খাশোগি হত্যার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কি-না তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সাংবাদিক খাশোগি হত্যার ঘটনায় যতক্ষণ পর্যন্ত রিয়াদ পরিষ্কার ব্যাখ্যা না দেবে ততক্ষণ পর্যন্ত দেশটির কাছে অস্ত্র বিক্রি করা হবে না বলে গত মাসে ঘোষণা দেয় জার্মানি। এছাড়া ইয়েমেন আগ্রাসন নিয়েও সৌদি আরবের ওপর দিন দিন আন্তর্জাতিক চাপ বাড়ছে। পার্সট্যুডে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।