এবার রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৭ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

এবার রাজধানীর হাজারীবাগে রাজা (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে থানা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজার ফুফু রত্না বেগম জানান, সকালে হাজারীবাগের গনকটুলিতে ছাত্রলীগের সভাপতি আরজুর মোবাইলটি হারিয়ে যায়। মোবাইলটি রাজা চুরি করেছে সন্দেহে  দুপুরে তাকে ধরে নিয়ে যায় আরজুর সমর্থকেরা। পরে আরজুর বাসায় নিয়ে তাকে পেটানো হলে সে অজ্ঞান হয়ে যায়।

বিকেল সাড়ে ৫ টায় রাজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির জাগো নিউজকে জানান, পরিবারের অভিযোগ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

 

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আরজু মুঠোফোনে জাগো নিউজকে জানান, সে আমার বাসা থেকে ৪টি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি করেছে। সে একজন মাদকাসক্ত কিশোর। তাকে যখন দুপুরে তুলে আনি তখন তার সঙ্গে তার খালাতো ভাই (বড়) শামীমও ছিল। আমি শামীমকে বিচার দিলে সে তাকে বেধরক পেটায় এবং বলে তোর (রাজা) জন্য আমাদের মানসম্মান নষ্ট হচ্ছে।

 

উল্লেখ্য, কথা বলার পর থেকে আরজুর মুঠোফোন (01911535888)নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। 


এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।