বিক্রি হবে তিন হাজার কোটির ‘শত্রুর সম্পত্তি’
রাজস্বের ঘাটতি মেটাতে এ বার ‘শত্রুর সম্পত্তি’ বাজেয়াপ্ত করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সরকারি হিসেবে জমি, বাড়ি এবং শেয়ারসহ সেই সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।
এক সময় ভারতীয় ছিলেন। ১৯৪৭-এ দেশ ভাগের পর সে রকম অনেক মানুষই পাকিস্তান ও চীনে চলে গিয়েছিলেন। কিন্তু তাদের জমি, বাড়ি এবং শেয়ারের মতো সম্পত্তি এখনও এ দেশে রয়ে গিয়েছে। সেই সম্পত্তিগুলোকেই ‘শত্রুর সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলোই বাছাই করে এ বার বিক্রির পথে ভারত সরকার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতোমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। বর্তমানে চীন ও পাকিস্তানে বসবাসকারী এমন ২০ হাজার ২২৩ জন শোয়ারহোল্ডারদের শেয়ার বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বহু বছর ধরেসম্পত্তিগুলো পড়েছিল। এনিমি প্রপার্টি অ্যাক্ট-এর মাধ্যমে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে সরকার। সামনেই লোকসভা নির্বাচন। ভারতের আইনমন্ত্রী রবিশঙ্করও প্রসাদ বলছেন, ‘এ ধরনের সম্পত্তি বিক্রি করে দেশবাসীর উন্নয়ন ও সমাজকল্যাণের কাজে লাগানো হবে।’ আনন্দবাজার।
এনএফ/এমএস