ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১০ নভেম্বর ২০১৮

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দুটি ভয়াবহ দাবানলে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শুরু হওয়া এ দাবানলে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যঞ্জেলসের পশ্চিমের প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। এছাড়াও সেখানকার শহর মালিবুর অনেক বাড়িঘর আগুনে পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি গাড়িতে পুড়ে যাওয়া পাঁচটি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

প্রতিবেদনে বলা হচ্ছে দুটি দাবানল খুব দ্রুত চারপাশে এলকাগুলোতে ছড়িয়ে পড়ছে। গতরাতে লস অ্যাঞ্জেলসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মহাসড়কসহ এ দাবানলটি ছড়িয়ে পড়েছে প্রায় ১৪ হাজার একর এলাকাজুড়ে।

এছাড়া সেখানকার গুরুত্পূর্ণ শহর থাউসেন্ড ওকসের পাশে ৪০ মাইলব্যাপী আঘাত হেনেছে দাবানল দুটি। গত বুধবার এ শহরেই এক হামলায় ১২ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দাবানলের কবলে পড়ে শহরটির প্রায় ৭৫ হাজার মানুষকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশ কিছু শহরের মানুষকে নিরাপদে অন্য জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।