এইডস আক্রান্ত সেনার যৌন নির্যাতনের শিকার ৭৫ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৯ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

৭৫ কিশোরকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এইচআইভি বা এইডস আক্রান্ত এক থাই সেনার বিরুদ্ধে। এসব নির্যাতিত কিশোরদের বেশিরভাগের বয়সই ১৩-১৮র মধ্যে।

থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের ডেপুটি হেড হকপার্ন জানান, খোন কেন প্রদেশের চল্লিশোর্ধ ওই সেনা সোশ্যাল মিডিয়ায় একটি ফলস প্রোপাইল খুলে গে ডেটিং অ্যাপে ওই কিশোরদের আমন্ত্রণ জানাতো। এরপর ওই কিশোররা তার কথার ফাঁদে নিজেদের এমন ছবি পাঠাত, যা ওই সেনার কাছে ব্ল্যাকমেলের প্রধান অস্ত্র হয়ে উঠত।

এক সময় কিশোররা তার সঙ্গে দেখা করতে গেলে ডেটিং অ্যাপে থাকা চেহারার সঙ্গে ওই সেনার মুখের কোনো মিল পাওয়া যেত না। কিন্তু ওই সেনা কিশোরদের সব ছবি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে তাদের যৌনসঙ্গমে বাধ্য করত।

হকপার্ন আরও জানিয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে ওই সেনাকে গ্রেফতার এবং এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রায় ৭৫ কিশোরকে যৌন নির্যাতন করার প্রমাণও মিলেছে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।