গাজীপুরে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৭ আগস্ট ২০১৫

গাজীপুরে পশুখাদ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান পৃথক অভিযানে এ জরিমানা আদায় করেন।

সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শহরের শিশিরচালা মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড কারখানায় অভিযান চালানো হয়। সেখানে খাদ্যমান নিয়ন্ত্রণ ল্যাব না থাকা, প্রাণী সম্পদ অধিদফতরের নিবন্ধন হালনাগাদ ও পণ্যের বস্তায় মূল্য তালিকা না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় ভোক্তা অধিকার আইন ও পশুখাদ্য আইনে ওই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা এবং ছয় হাজার ৯৯৪ কেজি ভেজাল পশুখাদ্য ধ্বংস করা হয়।

একই অভিযোগে জেসন এগ্রোভেট কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
                            
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।