বখাটেদের পিটুনিতে প্রাণ গেল সেনা সদস্যের


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৭ আগস্ট ২০১৫

যৌন হয়রানি থেকে বাঁচাতে গিয়ে বখাটেদের পিটুনিতে প্রাণ হারালেন এক সেনা সদস্য। ভারতের উত্তরপ্রদেশের মেরুত জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

নিহত সেনা সদস্যের নাম ভেদমিত্র চৌধুরী (৩৪)।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হারদেভনগরের রোহটা রোডে একটি দোকান থেকে দুধ আনতে যান ভেদমিত্র। এসময় তিনি কয়েকজন বখাটেকে ওই দোকানের মালিকের মেয়েকে উত্যক্ত করতে দেখেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ওই সেনা সদস্য মেয়েটিকে উত্যক্তকারীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় আকাশ নামের এক বখাটেকে তিনি মারধর করেন। পরে ওই বখাটে তার বন্ধুদেরকে বিষয়টি জানালে তারা বিভিন্ন আগ্নেয় অস্ত্র এবং লাঠিসোঠা নিয়ে সেনা সদস্যের ওপর হামলা চালায়। এ ঘটনায় ওই সেনা সদ্স্য মারাত্মক আহত হয়।

পরে ভেদমিত্র চৌধুরীকে অাশঙ্কাজনক অবস্থায় গোপাল বিহারের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার দিনেশ চন্দ্র ডুবেই। এছাড়া অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য মতে, দেশটিতে ২০০৮ সালে অন্তত দুই লাখ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।