কিমের সঙ্গে আবারও সাক্ষাত চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছরের শুরুতে আবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত করতে চান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের চলতি সপ্তাহের বৈঠক পুণরায় নির্ধারণের পর বুধবার এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা কিম ইয়োং চোলের সঙ্গে বৈঠকের কথা ছিল পম্পেওর। ওই বৈঠকেই কিম এবং ট্রাম্পের দ্বিতীয় বৈঠকের বিষয়ে আলোচনার কথা ছিল। কোরীয় দ্বীপকে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে এর আগেও বৈঠক করেছেন ট্রাম্প এবং কিম।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, বৈঠক স্থগিত করা হয়েছে। তবে এর পেছনে কোন কারণ দেখানো হয়নি। তবে বৈঠকের বিষয়ে আবারও সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমরা অন্য কোনদিন বৈঠক করব। তবে উত্তর কোরিয়ার সঙ্গে এখন আমাদের সম্পর্কের বিষয়ে আমরা খুব খুশি। আমরা মনে করি সব কিছু ভালো চলছে। এখানে তাড়াহুড়ার কিছু নেই।

ট্রাম্প বলেন, তিনি এখনও আশা করেন যে, আগামী বছরের যেকোন সময়ে কিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাত হবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।