জার্মানিতে ‘ইহুদি বিদ্বেষ’ রোধে বিশেষ শিক্ষার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ০৮ নভেম্বর ২০১৮

মুসলিম অভিবাসীদের মনে ‘ইহুদি বিদ্বেষ’ দূর করতে বিশেষ পাঠ্যসূচির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে জার্মানির ইহুদিদের কেন্দ্রীয় কাউন্সিল। এ ছাড়া ‘ইহুদি বিদ্বেষ’ ছড়ানোর জন্য কট্টরপন্থি দল এএফডির প্রতি নিন্দাও জানিয়েছে তারা।

কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবরাহাম লেহরের প্রোটেসটান্ট প্রেস সার্ভিসকে জানিয়েছেন, ‘অভিবাসীরা এখানে আসার সাথে সাথে তাদের মধ্যে ইহুদি বিদ্বেষ দমন করা না গেলে তা চরম আকার ধারণ করবে। কেননা এ মানুষগুলো যখন এখানে স্থায়ী হবে, চাকরি ও আবাসন গড়বে তখন তাদের মতামত প্রকাশ্যে বলা শুরু করবে। তাই এ অবস্থা প্রতিরোধে ‘ইন্টিগ্রেশন কোর্সে’ ইহুদি বিদ্বেষ প্রতিরোধ সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে।’

লেহরের বলেন, ‘জার্মানির বর্তমান পরিস্থিতি তাকে ভাইমার রিপাবলিক যুগের শেষের দিকের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় কট্টরপন্থা চরম আকার ধারণ করেছিল, বর্তমানে এএফডি-এর উত্থানে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

১৯২৯ সাল থেকে জার্মানিতে ইহুদি বিদ্বেষের উত্থান হয়, যা হিটলার এবং তার নাৎসি বাহিনীর সময় চরম আকার ধারণ করে। সেই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ সেই সময় ইহুদি বিদ্বেষ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে এএফডি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে ইহুদি বিদ্বেষ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মানুষ প্রকাশ্যে তা জানান দিতে পারে।’ সূত্র : ডয়েচে ভেলে

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।