লতিফ সিদ্দিকীর রিটের আদেশ বুধবার


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৭ আগস্ট ২০১৫

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আগামী বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে বুধবার আদেশের দিন ধার্য করেন। রিট আবেদনটির শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।

সোমবার বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি জানান, ওইদিন শুনানিও হতে পারে।

রিট আবেদনে নির্বাচন কমিশন, আইন সচিব, জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের উপ-সচিবকে (আইন) বিবাদী করা হয়েছে। লতিফ সিদ্দিকীর পক্ষে রিট আবেদনটি রোববার বিকেলে হাইকোর্টে দাখিল করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ওই বেঞ্চ থেকে রিট আবেদনটি দায়েরের অনুমতি নেন তিনি।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।