রিয়ালের সাথে রামোসের নতুন চুক্তি
সব গুঞ্জন শেষে অবশেষে রিয়ালের সঙ্গেই নতুন চুক্তি করছেন রামোস। নতুন চুক্তি অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। সোমবার রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আগের চুক্তি অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত রিয়ালে মেয়াদ ছিল রামোসের। কিন্তু তার ক্লাব ছাড়ার গুঞ্জনের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি করল রিয়াল।
এর আগে গত মৌসুম থেকেই গুঞ্জল চলছিল, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তিনি। ইংলিশ ক্লাবটিও নাকি তাকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে আসছিল।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন রামোস। রিয়ালের হয়ে এ পর্যন্ত তিনটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি করে কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ- মোট ১০টি শিরোপা জিতেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
এমআর