মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষে ডেমোক্রেট, উচ্চকক্ষে রিপাবলিকান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৭ নভেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জয়ের পথে রয়েছে ডেমোক্রেটরা। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ তাদের হাতে যাওয়ার আভাস পাওয়া গেছে। অপরদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অাধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে রিপাবলিকানরা।

election-2

ইন্ডিয়ানা, টেক্সাস এবং নর্থ ডেকোটার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে বড় ধরনের জয় পেয়েছে রিপাবলিকান দল। মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

অনেকেই এই ভোটকে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় গণভোট হিসেবে দেখছেন। কারণ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ভোটের ফলাফলে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে সে বিষয়েও একটি ধারণা পাওয়া যাবে।

election-3

ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী সিনেটের ৫০টি আসনে জয়ী হয়েছেন রিপাবলিকানরা। আর মাত্র একটি আসনে জয়ী হলেই তারা উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে। অপরদিকে ডেমোক্রেটরা এ পর্যন্ত জয় পেয়েছে মাত্র ৩৮টি আসনে। ফলাফল বাকি আছে আরও ১২টি আসনের।

election-4

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের বিজয়কে অসাধারণ সাফল্য বলে উল্লেখ করেছেন। নির্বাচনের পর প্রথমবারের মতো টুইট বার্তায় তিনি রিপাবলিকানদের স্বাগত জানান।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।