বিএনপির কার্যালয়েও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হবে


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৭ আগস্ট ২০১৫

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, একদিন দেখা যাবে বিএনপি কার্যালয়েও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। সোমবার  জাতীয় প্রেসক্লাবে সমবায় লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করায় জনগণের জবাব পেতে শুরু করেছেন দাবি করে  ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যখন জন্মদিন পালন করছেন ঠিক সেই সময়ে তার নিজ বাড়ি ফেনীতে শেখ মুজিবের শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বিএনপি কার্যালয়েও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হবে।

১৫ আগস্ট উৎসব করে জন্মদিন পালনকে খালেদা জিয়ার ‘বিকৃত মানসিকতার’ পরিচয় উল্লেখ করে তিনি বলেন,  আশা করেছিলাম খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কাটবেন না। অথচ তিনি সাজগোজ করে সেদিন কেক কাটলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতই জঙ্গিবাদের আশ্রয়দাতা। তাদেরকে দমন করলেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব হবে। তারাই বাংলাদেশকে জঙ্গিবাদের অভ্যয়ারণ্য তৈরি করেছিল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

আএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।