ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিশংসনের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৬:২০ এএম, ১৭ আগস্ট ২০১৫

অর্থনৈতিক মন্দা এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফের অভিশংসনের দাবিতে বিক্ষোভ করছে লক্ষাধিক মানুষ।

সাও পাওলো থেকে শুরু করে কোপাকাবানা সৈকত এবং আরো কয়েকটি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনেকের হাতে ডিলমা আউট লেখা ব্যানার দেখা যায়। এছাড়া অনেকে গায়ে ব্রাজিলের ফুটবল দলের জার্সি পরে রুসেফ এর বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশ জানায়, বিক্ষোভে অন্তত দেশটির এক লাখ ৩৭ হাজার মানুষ অংশ নিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে রুসেফের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল ও জ্বালানী কোম্পানি পেট্রব্রাসে ঘুষ এবং দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তাতে প্রেসিডেন্ট নিজে জড়িত না থাকলেও, এ সম্পর্কে তিনি অবগত।

কারণ দুর্নীতির ঘটনার সময় প্রেসিডেন্ট পদাধিকার বলে ওই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও রুসেফ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আছে। এর আগে, একই দাবিতে চলতি বছরের মার্চেও বিক্ষোভ হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।