ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৬:০৬ এএম, ১৭ আগস্ট ২০১৫

ঝিনাইদহ সদর উপজেলার চন্দ্রজানী গ্রামে সাপের কামড়ে বিল­াল হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত বিল­াল হোসেন জেলার কোটচাঁদপুর উপজেলার ভগমানপুর গ্রামের নবীছ উদ্দিনের ছেলে এবং ঝিনাইদহ মলি­ক ইসলাম কারিগরী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

এলাকাবাসী জানান, বিল­াল হোসেন সদর উপজেলার চন্দ্রজানী গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে কাজ করতে এসেছিলেন। রোববার রাতে খাওয়া শেষে তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এসময় রাত একটার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। টের পেয়ে ওই বাড়ির লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে ঝাড়ফুঁক করান। কিন্তু এতে সে সুস্থ না হয়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সাপের কামড়ে বিল­াল হোসেন নামে এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।