খাশোগি হত্যা : সৌদি রাষ্ট্রদূতকে নরওয়ের তলব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৩ নভেম্বর ২০১৮

সৌদি সরকারের কঠোর সমালোচনাকারী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে নরওয়ে সরকার। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইনে এরিকসেন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডের

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা জানার পর থেকেই আমরা কয়েকবার সৌদি রাষ্ট্রদূতের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। শুক্রবার আবার তাকে তলব করা হয়েছে এবং আমরা তাকে বলেছি-ইস্যুটি আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

তবে নরওয়ের এসব কথার জবাবে সৌদি রাষ্ট্রদূত কী বলেছেন তা জানাননি আইনে এরিকসেন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম। গত বছর যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা চলে যান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি। অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।