ইবোলায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে ইবোলার ভয় ক্রমেই বাড়ছে। এরই মাঝে দেশটির বিমানের ২০০ ক্যাবিন ক্লিনার্স চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছে। কিছু আইনপ্রণেতা পশ্চিম আফ্রিকার সাথে বিমান চলাচল বন্ধের দাবিও জানিয়েছেন।
মার্কিন স্বাস্থ্যবিষয়ক কেবিনেট সেক্রেটারি সিলভিয়া বুরওয়েল গত বৃহস্পতিবার জানান, ইবোলার ভয়ে জাতি এবং দেশ ভীতসন্ত্রস্ত। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে একজনের দেহে ইবোলা সনাক্ত হওয়ার একদিন পর তিনি একথা জানালেন।
ইবোলা এমন একধরণের জ্বর, যা দেহের সরাসরি সংস্পর্শ, যেমন- জৈবিক তরলের মাধ্যমে ছড়ায়। এর প্রাথমিক লক্ষণ বমি বমি ভাব এবং ডায়রিয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইবোলা মহামারীতে এপর্যন্ত ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই সংখ্যা আক্রান্তের সংখ্যার প্রায় অর্ধেক। এছাড়া, নিহতদের মধ্যে ২৩৩ জনের বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার ২৪ জনের প্রাণহানি হয়েছে।
ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৩৯৯ জন। যার বেশিরভাগই পশ্চিম আফ্রিকায়। এছাড়া রক্ত প্রদাহজনিত জ্বরে নাইজেরিয়ায় আটজন এবং আমেরিকায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। স্পেনে এক নার্স ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এছাড়া ইবোলায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে আরো সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।