তিয়ানজিন বিস্ফোরণস্থলে কয়েকশো টন সায়ানাইড মজুদ ছিল
চীনের শিল্প ও বন্দরনগরী তিয়ানজিনের বিস্ফোরণস্থলে কয়েকশো টন মারাত্মক বিষাক্ত সায়ানাইড মজুদ ছিল। রোববার বেইজিং সামরিক অঞ্চলের চিফ অব দ্য জেনারেল স্টাফ শি লুজে এ কথা জানিয়েছেন। খবর সিএনএন, এএফপি ও রয়টার্সের।
বুধবারের ওই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯০ জন। এদের মধ্যে ৮৫ জনই দমকলকর্মী।
কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত উদ্ধার করা অজ্ঞাত এমন ৮৮ জনের লাশের মধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ সদস্যদের লাশ থাকতে পারে। হাসপাতালগুলোতে এখনো ভর্তি আছেন ৭২০ জনেরও বেশি। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর চীনের সামরিক বাহিনীর রাসায়নিক যুদ্ধ স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণস্থলের নিয়ন্ত্রণ নেয়। তিয়ানজিনের এই বিস্ফোরণকে চীনের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্পদুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সামরিক কর্মকর্তা শি লুজে বলেন, বিস্ফোরণের দুটি স্থানে সায়ানাইড শনাক্ত করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই রাসায়নিকের পরিমাণ ছিল কয়েকশো টন। এর আগে চীনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ঘটনাস্থলে ৭০০ টন সোডিয়াম সায়ানাইড ছিল।
বিএ