কাবুলে কারাগারের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার কাবুলে অবস্থিত দেশটির সবচেয়ে বড় কারাগারের ঠিক পাশেই এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, রাজধানি কাবুলের পুল-ই-চরকি নামের কারাগারের পাশে একটি গাড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তি অতর্কিতে বোমা হামলা চালায়। এরপর ঘটনাস্থলেই কারাগারের কর্মচারীসহ কমপক্ষে ৭ জন নিহত হয়। এছাড়াও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি
উল্লেখ্য, তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার গত কয়েক বছর ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সম্প্রতি দেশটির নির্বাচনেও বেশ কিছু হামলা করে তারা। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সহায়তায় দীর্ঘদিন ধরে চলা আফগান যুদ্ধের কারণে নিয়মিতই দেশটিতে হামলার ঘটনা ঘটছে। তাতে সামরিক বেসামরিকসহ নিহত হচ্ছেন অসংখ্য মানুষ।
এসএ/আরআইপি