ভাগ্যের ছোঁয়ায় আর্সেনালের প্রথম জয়


প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৬ আগস্ট ২০১৫

ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম জয় পেল আর্সেনাল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছিল আর্সেন ওয়েঙ্গারের দল।

প্রথম ম্যাচে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালোই হয় আর্সেনালের। ম্যাচের ষষ্ঠদশ মিনিটে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন অলিভিয়ে জিরুদ। তবে বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি আর্সেনাল। স্বাগতিকদের ইংলিশ মিডফিল্ডার জোয়েল ওয়ার্ড ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি শোধ করে দেন।

৩৬তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু ওয়েলসের মিডফিল্ডার অ্যারন র‌্যামজির প্রচেষ্টা প্যালেস গোলরক্ষক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলে ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে প্যালেসের আইরিশ ডিফেন্ডার ড্যামিয়েন ডেলানির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। তবে গোলটির কৃতিত্ব আলেক্সিস সানচেসের। এক্তর বেলেরিনের ক্রসে পেছন থেকে ছুটে এসে দারুণ হেড করেছিলেন চিলির এই ফরোয়ার্ড। বল ডেলানির পায়ে লেগে জালে ঢুকে যায়।

শেষ দিকে দ্বিতীয়বার দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন ওয়ার্ড। কিন্তু তার হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক  চেক। আর লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।