জাবি ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানো নোটিশ


প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৬ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যান্টিন বয়কে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী দেবাশীষ মিত্রকে কারণ দর্শনোর জন্য ২৪ ঘন্টার সময় দিয়েছে শাখা ছাত্রলীগ। রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি ছাত্রলীগের শৃঙ্খলা বিরোধী হওয়ায় ঐতিহ্যবাহী এ সংগঠনটির ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং ঘটনার সত্যতা প্রমানিত হলে তার বিরুদ্ধে সর্ব্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার নাস্তা দিতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ক্যান্টিন বয় ইয়াছিনকে মারধর করে ছাত্রলীগ কর্মী দেবাশীষ মিত্র। দর্শন বিভাগে ৪১ তম ব্যাচের ছাত্র।

হাফিজুর রহমান/এএইচ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।