নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ : আটক ৫১


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ আগস্ট ২০১৫

নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় নেপালে অন্তত অর্ধ-শতাধিক প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ। রোববার বিক্ষোভ চলার সময় তাদের অাটক করা হয়।

নেপাল পুলিশের মুখপাত্র বিশ্ব রাজ পোখারেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর এবং দোকান-পাট বন্ধ করার অভিযোগে ৫১জনকে আটক করা হয়েছে।

নেপালের নতুন সংবিধানে ছয়টি প্রদেশ নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। এছাড়া দেশটির এ ছয় প্রদেশের সীমানা পুনঃনির্ধারণের কথাও বলা আছে। কিন্তু দেশটির কয়েকজন জনপ্রতিনিধি এবং তাদের সমর্থকরা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।