কী করুণ দৃশ্য, কী নির্মম সে আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি বিমান ১৮৯ যাত্রী নিয়ে উড্ডয়নের কিছু সময় পর জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭ বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ছেড়ে যায়। উড্ডয়নের ১৩ মিনিট পর বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার করা যায়নি। দেশটির কর্মকর্তারা বলেছেন, বিমানের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। তবে অলৌকিক কিছু ঘটলেও ঘটতে পারে।

8-Lion.jpg

যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু তা বলে দিচ্ছে তাদের ব্যবহৃত এই জিনিসগুলো।

8-Lion.jpg

উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনীসহ উদ্ধারকারী দল।

8-Lion.jpg

অথচ কী নির্ভার হয়েই না বিমানে ওঠেছিলেন তারা। তারা জানতো না কয়েক মিনিট পরেই কি ঘটতে যাচ্ছে তাদের সঙ্গে।

8-Lion.jpg

জাভা সাগরের নীল জলে ভাসছে বিধ্বস্ত বিমানটির অংশবিশেষ।

8-Lion.jpg

প্রায় ১২ ঘণ্টা সাগরের জলে ডুবে থাকা বিমানটির কেউ যে বেঁচে নেই সেটা সহজেই অনুমান করা যায়।

8-Lion.jpg

প্রিয়জন হারিয়ে শোকের ভার বহন করতে পারছেন না স্বজনরা।

8-Lion.jpg

এ কান্না, এ চোখের জল কি দিয়ে মুছবে।

8-Lion.jpg

কোনো মা হয়ত হাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছেন তার সন্তান যেন বেঁচে থাকে।

8-Lion.jpg

এখনও মরদেহ পাওয়া না গেলেও সাজিয়ে রাখা হচ্ছে লাশ তুলবার ব্যাগ।

8-Lion.jpg

কারো কারো এভাবেই হয়ত প্রিয়জনের হাত ধরে বহুদূর যাওয়ার কথা ছিল।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।