ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

ফিলিস্তিনের দক্ষিণ গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন কিশোর নিহত হয়েছে। গাজা উপত্যকার ইসরায়েল সংলগ্ন সীমান্ত এলাকায় এ হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী নিহত ওই তিন কিশোরের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় পুনরায় সেটির ওপর হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। চলতি মাসে এ অঞ্চলে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে স্বাধীনতার আন্দোলন শুরু করে এ অঞ্চলের বাসিন্দারা। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের এ আন্দোলন প্রতিহত করতে নিয়মিত তাদের ওপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ হামলায় তাদেরকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।