পাকিস্তানে ভ্যান গিরিখাতে পড়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ২৯ অক্টোবর ২০১৮

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় যাত্রীবাহী একটি ভ্যান গিরিখাতে পড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহর যাওয়ার পথে ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া ওই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ১৮ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে কোহিস্তান জেলার গিলগিত-বালতিস্তান এলাকার পাহাড়ি সড়ক থেকে গিরিখাতে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কারাকোরাম মহসড়ক দিয়ে যাওয়ার পথে মোড় নেয়ার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি প্রায় ১০০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পর কয়েকটি উদ্ধারকারী দল বেশ কয়েক ঘণ্টার অভিযানের পর মরদেহগুলো সেখান থেকে তুলে আনে। ভ্যানটির ১৮ জন যাত্রীর ১৭ জন ঘটনাস্থলে নিহত হলেও আশ্চর্যজনকভাবে বেঁচে যান এক নারী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।