মার্কিন নিষেধাজ্ঞা সামাল দিতে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

মার্কিন নিষেধাজ্ঞাকে সামনে রেখে মন্ত্রণালয়ের মন্ত্রীদের বেশ কিছু রদবদল করেছে ইরান। নিষেধাজ্ঞা সামাল দিতে দেশটির অর্থ মন্ত্রণালয়সহ চারটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির পার্লামেন্ট। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়র্টাস বলছে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের আসন্ন ৪ নভেম্বরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে এ রদবদল করছেন।

পার্লামেন্টের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আস্থার ভিত্তিতে নতুন অর্থমন্ত্রী হয়েছেন শিক্ষাবিদ ফরহাদ দেজপাসান্দ। এছাড়াও পার্লামেন্টের ওই অধিবেশনে নয়া শিল্প, শ্রম এবং যোগাযোগ নামে আরও তিনটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ট্রাম্প ইরান ও বিশ্বের অন্য ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। আগামী ৪ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।