৫৪ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ


প্রকাশিত: ০৯:৩০ এএম, ১৬ আগস্ট ২০১৫

ইন্দোনেশিয়ার একটি বিমান ৫৪ জন যাত্রী ও ক্রু নিয়ে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছে। ত্রিগানা এয়ার এটিআর-৪২ নামের এ বিমানটি ইন্দোনেশিয়ার দক্ষিণের অকসিবিল শহরে যাচ্ছিল।

রোববার দেশটির পাপুয়া প্রদেশে পৌঁছানোর পর অভ্যন্তরীন রুটে চলাচলকারী এ বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরার সেনতাই বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ত্রিগানা এয়ার এটিআর-৪২ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে ৪৪ জন বয়স্ক যাত্রী, পাঁচজন শিশু ও পাঁচজন ক্রু ছিলেন।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।