জর্ডানে আকস্মিক বন্যায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৬ অক্টোবর ২০১৮

জর্ডানের ডে সির কাছে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই একটি বাসের যাত্রী। ওই বাসটি বন্যার পানিতে ভেসে গেছে।

বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন প্রাণ হারায়।

বড় আকারে উদ্ধার অভিযান চলছে। ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, তারা জর্ডানের অনুরোধে উদ্ধারকাজে সহায়তা করতে হেলিকপ্টার পাঠিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই একটি জনপ্রিয় পর্যটন এলাকায় পিকনিকে গিয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হতাহতের ঘটনায় জর্ডানের রাজা আবদুল্লাহ শুক্রবারে তার বাহরাইন সফর বাতিল করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।