পাঞ্জাবে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে বিস্ফোরণে নিহত ৭


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১৬ আগস্ট ২০১৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার রাজনৈতিক অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর ডন নিউজের।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে পুরো ভবনটি ধসে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী খানজাদা বিস্ফোরণের সময় ভবনের ভেতরে অবস্থান করছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্মকর্তারা। এছাড়া ভবন ধসে রাজনৈতিক অফিসের ভেতরে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন আটকা পড়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন সম্পর্কে জানা যায়নি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন নিউজের খবরে বলা হয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।