ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

ইরাকের মসুলে একটি বাজারের পাশে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। মঙ্গলবার শহরটির উত্তরাঞ্চলের কোয়ারা এলাকায় এ হামলা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ বলছে, কোয়ারার পাশের একটি জনবহুল এলাকায় বোমা বহনকারী একটি গাড়ির মাধ্যমে বিষ্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি স্থানীয় রেস্তোরাঁর পাশে পার্ক করা ছিল। হঠাৎ গাড়িটিতে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, জঙ্গি গোষ্টি ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ইরাকে হত্যা, অপহরণ ও গাড়ি বোমা হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করা হয়। তবে সরকার ইতোমধ্যে দেশটিতে জঙ্গিগোষ্ঠী আইএসের পরাজয় ঘোষণা করেছে। আইএস জঙ্গিরা ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে তাদের অধিকৃত অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।