ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ঠ ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০১৮

যাত্রীদের ব্যাপক হুড়োহুড়ির কারণে ভারতের হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের ওভারব্রিজে পদপিষ্ঠ হয়েছেন ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তাসের সর্দার ও কমলাকান্ত সিং।

আহতদের হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাঁতরাগাছি স্টেশনের আপ ও ডাউন লাইনে একসঙ্গে তিনটি ট্রেন ঢুকে পড়ার কারণেই বিপত্তি ঘটে। ফলে ওভারব্রিজে হুড়োহুড়ি শুরু হয়। শেষমুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তন করার কারণেই ট্রেন ধরার হুড়োহুড়ি পড়ে যায়।

ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে গেলে, তাদের উপর দিয়েই ভিড় চলে যায়। এতে বেশ কয়েকজন পদপিষ্ট হয়। ঘটনাস্থলেই পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা গিয়েছেন। হাওড়া জেনারেল হাসপাতালে ১২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে।

সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৪ জনের পদপিষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সৌমিত্র মজুমদার। তবে অন্য একটি সূত্র দাবি করেছে যে, কমপক্ষে ২৫ জন পদপিষ্ট হয়েছেন।

এদিকে, রাতে ভারতীয় রেলের তরফ থেকে সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নিহত দু’জনের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। যাদের আঘাত গুরুতর নয় তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রেলের ক্ষতিপূরণ ঘোষণার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেন। তিনিও মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান।

সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনার জন্য রেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা। তিনি রেলের গাফিলতিকেই এ জন্য দায়ী করেছেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।