ব্লাটারকে জেল খাটানোর হুমকি প্লাতিনির


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৬ আগস্ট ২০১৫

দুর্নীতির দায়ে এমনিতেই সারাবিশ্বে নিন্দিত ফিফা সভাপতি সেপ ব্লাটার। টালমাটাল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থায় তার সভাপতি পদ। এর উপর আবার জেলে ঢুকানোর হুমকি দিয়েছেন মিশেল প্লাতিনি। ভাই পিটার ব্লাটারের কাছে মিশেল প্লাতিনি এমন হুমকিই দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ফিফা সভাপতি।

গত মে মাসে ফিফা প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন সেপ ব্লাটার। নির্বাচনের দুই দিন আগে তার ভাইয়ের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় এই হুমকি দেন প্লাতিনি। তিনি বলেছেন, ‘ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ না করলে জেলে যেতে হবে সেপ ব্লাটারকে।’

এফবিআইয়ের তদন্তে ফিফার শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের প্রেক্ষিতে ফিফার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্লাটার। আগামী ফেব্রুয়ারিতে নতুন করে নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন প্লাতিনি।

আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।