বাণী-বচন : ১৬ আগস্ট ২০১৫
বাণী :
পরিবেশ
সংসারের আনন্দময় পরিবেশ ভাল কিছু করার প্রেরণা যোগায়- জন মেসভিল্ড।
তোমার যা আছে তা দিয়েই আনন্দময় পরিবেশ গড়ে নাও - অল্টার ওয়াটসন।
দরিদ্রই পরিবেশ দূষণের প্রধান কারণ -ইন্দিরা
অজ্ঞ ব্যক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চল। পরিবেশ যদি তোমার নির্দেশ মেনে না চলে তবে তার সাথে যুদ্ধ ঘোষণা কর –আল্লামা ইকবাল
বচন
এত কইরা করি ঘর
তাতেও তারা ভাবে পর।
অর্থ : অতিরিক্ত কাজ করার পরে কর্তাব্যক্তিরা খুশি না হলে- এ কথা বলা হয়।
এইচআর/এআরএস