দুর্ঘটনার আগে বলা হয়, ৫শ ট্রেন গেলেও সরবে না কেউ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ অক্টোবর ২০১৮

ভারতের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় ৬১ জন নিহত হয়েছেন। শুক্রবার অমৃতসর থেকে দুই কিলোমিটার দূরের ধোবি ঘাটে রাবণ বধের অনুষ্ঠান চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনা সম্পর্কে এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিস্ময়কর এক তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, খোদ একজন আয়োজক নাকি অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, ‘একটা কেন পাঁচ’শ ট্রেন চলে গেলেও একজন মানুষও ট্রেন লাইন থেকে সরে যাবেন না।’

প্রতিবেদনে বলা হয়, রাবণ বধের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসের নেতা এবং সাবেক সংসদ সদস্য নভোজাত কৌর সিধু। তিনি ভারতের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব প্রদেশের মন্ত্রী নভোজাত সিং সিধুর স্ত্রী। দশ মাথাওয়ালা অসুররাজ রাবণের বিরুদ্ধে হিন্দু অবতার রামের বিজয় উদযাপনের ওই উৎসবটি দেখতে আসা শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন ট্রেন লাইনের উপরে।

বিজ্ঞাপন

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রধান অতিথির পাশেই দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। তিনি মাইক্রোফোনে বলেন, ‘ম্যাডাম আপনি দেখেন, এই মানুষেরা রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকতে একটুও দ্বিধা করছে না। আপনার জন্য পাঁচ হাজারের বেশি মানুষ ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে আছে। যদি পাঁচ’শ ট্রেনও যায় তুবও তারা লাইন থেকে সরে দাঁড়াবে না।’

এনডিটিভি বলেছে, ভিডিওটির মাধ্যমেই বোঝা যায়, মারাত্মক অবহেলার কারণেই এ দুর্ঘটনাটি ঘটে। আয়োজকরা এই বিপদের বিষয়ে জানলেও কোনও ব্যবস্থা নেননি কিংবা কাউকে সতর্ক করেন নি। এছাড়া ওই অনুষ্ঠান আয়োজন করার জন্য নগর কর্তৃপক্ষ, রেল বিভাগ এবং মহানগর দূষণ বিভাগের কাছ থেকেও অনুমতি পাননি তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠান আয়োজেনে কেবল অমৃতসর পুলিশের কাছ থেকে একটি ‘অনাপত্তি ছাড়পত্র’ পেয়েছিলেন তারা। ওই অনাপত্তি ছাড়পত্রে স্পষ্ট করে বলা ছিল, পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের নির্দেশনা মেনে আয়োজকরা লাউডস্পিকার ব্যবহার করবেন, তাদের কারণে যান চলাচল ব্যহত হবে না এবং অনুষ্ঠানে কেউ কোনো অস্ত্র ব্যবহার করবে না।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ভারতের অমৃতসরের ধোবি ঘাটে যোধা ফটকের কাছে রেল লাইনের ধারে রাবণ বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেললাইনের উপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করেন অনেকে। এ সময় একটি ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর দিয়ে চলে যায়। এতে শিশুসহ অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।